ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে জমিতে ধান কাটাতে গিয়ে বজ্রাঘাতে প্রৌঢ়ের মৃত্যু

ঝাড়গ্রামে জমিতে ধান কাটাতে গিয়ে বজ্রাঘাতে প্রৌঢ়ের মৃত্যু

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: একেই বলে নিয়তি! লকডাউননে জুটছিল না দিনমজুরি। শেষে অন্যের জমিতে ধান কাটতে যাওয়ার ডাক পেয়েছিলেন বাণেশ্বর মাহাতো (৫৯)। সেটাই কাল হল!

জমিতে ধান কাটতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল ওই প্রৌঢ়ের। সোমবার দুপুরে ঝাড়গ্রাম থানার মানিকপাড়া অঞ্চলের মুড়াবনি গ্রামের ঘটনা। বাণেশ্বরের বাড়ি মুড়াবনি গ্রামেই। স্থানীয়রা জানান, পেশায় খেতমজুর বাণেশ্বর এদিন অন্যের জমিতে বোরো ধান কাটতে গিয়েছিলেন। আরও অনেকে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সকলেই মাথা বাঁচানোর জন্য ছুট লাগান। বাণেশ্বরও বাড়ির দিকে রওনা দেন।

আচমকা বাজ পড়ায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে আসে মানিকপাড়া বিট হাউসের পুলিশ। তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকপাড়া পঞ্চায়েতের উপপ্রধান মহাশিস মাহাতো বলেন, ‘‘বাণেশ্বরের পরিবার অত্যন্ত দরিদ্র। মৃতের পরিবারকে সাহায্য করার জন্য ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।’’

আরও পড়ুন ::

Back to top button