উঃ ২৪ পরগনা

জনকল্যাণ সেবা সমিতি নেতাজি ব্রিগেড সময়ের সাথে মানুষের সাথে মানুষের পাশে

জনকল্যাণ সেবা সমিতি নেতাজি ব্রিগেড সময়ের সাথে মানুষের সাথে মানুষের পাশে

 

বাপ্পাই দও , উত্তর ২৪ পরগনা : মহামারী ভাইরাসের আতংকের জেরে মানুষ হয়েছে আজ ঘরবন্দি , অনুকূল জীবন যাপন হয়েছে আজ বিমুখ তাই কর্মহীন জীবন করেছে আর্থিক সর্বনাশের দিকে।ঘরবন্দী মানুষের জন্য সরকারি সুযোগ সুবিধা থাকে থাকলেও সঠিকভাবে পরিকল্পিত না হাওয়াই দুশ্চিন্তার বান ডেকেছে সবার মনে।

তাই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কিছুটা হলেও আশ্বস্ত করেছে সাধারণ গরিব ও দুস্থ মানুষের জন্য নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর ঘূর্ণি জনকল্যাণ সেবা সমিতি ও নেতাজি ব্রিগেড এর প্রয়াসে বিগত কুড়ি দিন ধরে চলতে থাকা কর্মসূচি আজ ৭ -ই মে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম দিবস ও জনকল্যাণ সমিতির সভাপতি স্বর্গীয় কবি অমিও কুমার সাহা মহাশয় এর জন্মদিন উপলক্ষে ৪ নং ২ নংও ৬ নম্বর ওয়াডে এর শিবতলা বারোয়ারি প্রাঙ্গণ ও আজ বাৎসরিক দিবস হওয়ার কারণে রাধা গোবিন্দ মন্দির থেকে নরনারায়ন সেবা আয়োজন করা হয়েছে।

এবং এক হাজারেরও বেশি গরীব দুস্থ মানুষ দের কে কৃষ্ণনগর এর বিখ্যাত শিল্পী সুবীর পাল ও ডাক্তার সুনির্মল কুণ্ড এবং নেতাজি ব্রিগেড এর কণধার অসিত সাহা ও হারাধন বিশ্বাস ও শম্ভু দাস এর উপস্থিতিতে দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী নিয়মিত ভাবেই বিতরণ কার্যকলাপ চলছে।ঘূর্ণি জনকল্যাণ সেবা সমিতি ও নেতাজি বিগেড ও পাশাপাশি সমাজ বন্ধু হিসাবে পরিচিত বিশিষ্টজনেরা বলেনজনকল্যাণ সেবা সমিতি নেতাজি ব্রিগেড সময়ের সাথে মানুষের সাথে মানুষের পাশে

 

যে বিপদের দিনে মানুষের পাশে থাকাই হল আমাদের মূল ব্রত আর সেই নীতি-আদর্শের কথা মাথায় রেখে বিগত কয়েক দিন ধরে এই পদক্ষেপ চালিয়ে যাচ্ছি আগেও আগামী দিন আমাদের কর্মসূচি চালিয়ে যাব, তাদের এই অভাবনীয় বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানাই ঘূর্ণিবাসী ও অন্যদিকে সাধারণ দুস্থ গরিব মানুষেরা আশায় বুক বেধেছে বিশিষ্ট সমাজকর্মী সমাজ বন্ধুদের দিকে।

আরও পড়ুন ::

Back to top button