রাজনীতিরাজ্য

শ্রীরামপুরে মহকুমা শাসকের দপ্তর থেকে গ্রেফতার বিজেপি নেতা শ্যামল বোস ও অমানিশ আইয়ার

শ্রীরামপুরে মহকুমা শাসকের দপ্তর থেকে গ্রেফতার বিজেপি নেতা শ্যামল বোস ও অমানিশ আইয়ার

বিদ্যুৎ বিল মুকুব, রেশন দুর্নীতি ও অন্যান্য বিষয় নিয়ে হুগলির শ্রীরামপুর SDO অফিসে অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন হুগলি বিজেপির শ্রীরামপুর সাঙ্গঠনিক জেলার জেলা সভাপতি শ্যামল বোস, জেলা সাধারণ সম্পাদক অমানিশ আইয়ার সমেত মোট ৫ জন।

৫ ই মে, সকাল ১১ টা নাগাদ শ্রীরামপুর SDO এর কাছে কিছু বিষয় নিয়ে অভিযোগ জানাতে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগের বিষয় ছিলো-

১) করোনার কারণে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব।
২) করোনার সঠিক তথ্য প্রকাশ।
৩) সমস্ত মানুষের জন্য রেশন এর উপযুক্ত ব্যবস্থা করা।
৪) জাতি সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য কঠোর ভাবে lock down এর বিধি নিষেধ পালন করানোর ব্যবস্থা।

বিজেপির তরফে জানানো হয়েছে, এই অভিযোগ জানাতে গেলেই ওদের গ্রেপ্তার করা হয়। যদিও, তারা জানান তাদের তরফে কোরোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ মেনেই এই কার্যসূচি নেওয়া হয়েছিল।

শ্রীরামপুরে মহকুমা শাসকের দপ্তর থেকে গ্রেফতার বিজেপি নেতা শ্যামল বোস ও অমানিশ আইয়ার

প্রশাসনের তরফ থেকে এখনও কিছু জানানো হয় নি। তবে হুগলী জেলার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে; “অকারণে এই সময় রাজনীতি করছে বিজেপি; সরকারি অফিসার ও কর্মীদের কাজে বাধা দেওয়া হচ্ছে” বলে দাবী জানিয়েছেন তারা।

আরও পড়ুন ::

Back to top button