রাজ্য

শ্রমিকদের ফেরাতে টাকা নেই, ক্লাবে টাকা ঢালছে তৃণমূল, তীব্র কটাক্ষ দিলীপের !

শ্রমিকদের ফেরাতে টাকা নেই, ক্লাবে টাকা ঢালছে তৃণমূল, তীব্র কটাক্ষ দিলীপের !

 

কলকাতা: করোনা আবহেও রাজ্য সরকারকে আক্রমণ করার রাস্তা থেকে এক চুলও সরছ না বিজেপি। বুধবার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শাসকদল তৃণমূলকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে টাকা নেই, অথচ ক্লাবগুলির পিছনে টাকা খরচ করা হচ্ছে।’

লকডাউনের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বাংলার বহু শ্রমিক আটকেছিলেন। সম্প্রতি তাঁদের অনেককে রাজ্যে ফেরানো হয়েছে। এবার এই পরিযায়ী শ্রমিকদের নিয়েই রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে রাজ্যের উন্নয়নের সার্বিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। রাজ্যকে কটাক্ষ করে তিনি বলেন, ‘শ্রমিক রফতানির হাব হয়ে উঠেছে বাংলা। আগে চিকিত্‍সক, ইঞ্জিনিয়র রাজ্য থেকে সারা দেশে রফতানি করা হত। এখন বাংলা শুধু শ্রমিক রফতানি করে।’

রাজ্য সরকারকে দিলীপ ঘোষের প্রশ্ন, ‘এতদিন কেন পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে চুপ ছিলেন তৃণমূল নেতারা? পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কতবার কেন্দ্রকে রাজ্যের তরকফে চিঠি পাঠানো হয়েছে?’ দেশের একাধিক রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক তাঁদের সঙ্গে যোগাযোগ করছে বলে তিনি জানিয়েছেন।

এরই পাশাপাশি বাংলায় ক্লাব-খয়রাতি চলছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘ভিনরাজ্য থেকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্যের টাকা নেই। অথচ ক্লাবগুলির পিছনে টাকা খরচ করা হচ্ছে।’

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button