পশ্চিম মেদিনীপুর

করোনা আতঙ্কেে সুদিনের প্রার্থনায় যজ্ঞের আয়োজন রাজ্যে !

করোনা আতঙ্কেে সুদিনের প্রার্থনায় যজ্ঞের আয়োজন রাজ্যে !

 

অংশুপ্রতিম পাল, খড়গপুর: করোনার দাপটে থমকে গিয়েছে দেশ। ঘরবন্দি মানুষ। প্রত্যেকের একটাই কামনা, দ্রুত কেটে যাক এই বিপদ। ফিরুক সুদিন। সেই সুস্থ, সুন্দর দিনের প্রার্থনায় বৃহ্স্পতিবার সকালে যজ্ঞের আয়োজন করলেন খড়গপুরের বাসিন্দারা।

নোভেল করোনা ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এ দেশ এমনকী এ রাজ্যও নিস্তার পায়নি তার থাবা থেকে। কয়েকটি জেলা এখনও পর্যন্ত সুরক্ষিত থাকলেও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফে। জরুরি পরিষেবাগুলি চালু থাকলেও প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই মতোই প্রত্যেকেই বন্দিদশার মধ্যেই দিন কাটাচ্ছেন প্রায় দেড় মাস ধরে। কিন্তু কবে মুক্তি মিলবে এই ভাইরাসের ছোবল থেকে? কবে ফের আগের মতো আতঙ্ক ছাড়াই ঘর থেকে বের হতে পারবেন প্রত্যেকে? কবে ফের কচিকাঁচাদের ছুটোছুটিতে ভরে উঠবে খেলার মাঠ? সেই সোনালি দিনের প্রার্থনায় বৃহস্পতিবার সকালে যজ্ঞের আয়োজন করলেন খড়গপুরের বাসিন্দারা। শহরের ২০ নম্বর ওয়ার্ডের বালাজি মন্দিরে নারায়ণ যজ্ঞ করা হয়। সামাজিক দূরত্ব মেনেই তাতে যোগ দেন এলাকার বহু তেলেগুভাষী মানুষ।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই খড়গপুরেও হদিশ মিলেছে বেশ কয়েকজন করোনা আক্রান্তের। তবে আক্রান্ত ৭ জনই আরপিএফ জওয়ান বলেই সূত্রের খবর। প্রত্যেকেই চিকিতসাধীন রয়েছেন। তাঁদের সংস্পর্শে আসা বহু মানুষ রয়েছে কোয়ারেন্টাইনে। সুরক্ষার কারণে ঘিরে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকা। জমায়েত নজরে পড়তেই পরিস্থিতি সামাল দিচ্ছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button