বিচিত্রতা
মা হয়েই মেয়ের ডাকনাম রাখলেন করোনা তৃণমূল সাংসদ !
ওয়েব ডেস্ক :: নোভেল করোনাভাইরাসের প্রকোপে চার দিকে যখন আতঙ্কের পরিবেশ, তখনই ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। করোনা আঁধারের মধ্যে অপরূপা ও তাঁর স্বামী শাকির আলির জীবনে নতুন ভোরের স্বপ্ন নিয়ে এসেছে শিশুটি। তাই আদর করে মেয়ের ডাকনাম করোনা রেখেছেন তাঁরা।
বৃহস্পতিবার শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন অপরূপা পোদ্দার। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন বলে ওই নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে। পরিবারে নতুন সদস্য আসায় তাঁরা খুব খুশি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অপরূপা।
তবে ডাকনাম করোনা রাখলেও, ভাল নাম কী হবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন শাকির আলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সদ্যোজাতের নাম ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।
সুত্র: আনন্দবাজার পত্রিকা