শিক্ষা

সিবিএসই-র দ্বাদশের বাকি পরীক্ষা গুলো সম্ভবত জুলাইয়ের শুরুতেই হার সম্ভবনা !

সিবিএসই-র দ্বাদশের বাকি পরীক্ষা গুলো সম্ভবত জুলাইয়ের শুরুতেই হার সম্ভবনা !

 

ওয়েবডেস্ক: কলকাতা: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি সম্ভবত জুলাই মাসের শুরুতেই হতে চলেছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূ্ত্রে এমনই জানা গিয়েছে। ইতিমধ্যেই জয়েন্ট মেইন ও নিট পরীক্ষার দিন ঘোষণা হয়েছে।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসের ১৯-২৩ তারিখের মধ্যে জয়েন্ট মেইন পরীক্ষা নেওয়া হবে। ২৬ জুলাই হবে নিট পরীক্ষা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির সব পরীক্ষা নেওয়া যায়নি। বাকি রয়েছে বিসনেজ স্টাডিজ, ভূগোল, হিন্দি (কোর), হিন্দি (ইলেক্টিভ), হোম সায়েন্স, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স (পুরাতন), কম্পিউটার সায়েন্স (নতুন), ইনফর্মেশন প্র্যাকটিস (পুরাতন), ইনফর্মেশন প্র্যাকটিস ( নতুন), ইনফর্মেশন টেকনোলজি এবং বায়ো-টেকনোলজি।

করোনা মোকাবিলায় দেশে চলছে তৃতীয় দফার লকডাউন। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বেশ কিছু পরীক্ষা বাকি থাকায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। ঠিক কবে বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে সেবিষয়েও এতদিন স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

তবে বাকি পরীক্ষা নেওয়ার দিনক্ষণ একপ্রকার চূড়ান্ত করা হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের শুরুর দিকেই সিবিএস-র দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button