রাজ্য

রাজ্যের বাইরে আটক থাকা শ্রমিকদের ফিরিয়ে আনুন শীঘ্রই! রাজ্যকে কড়া চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের !

রাজ্যের বাইরে আটক থাকা শ্রমিকদের ফিরিয়ে আনুন শীঘ্রই! রাজ্যকে কড়া চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের !

 

ওয়েবডেস্ক : লকডাউনের সময় ভয়ংকর সমস্যার সম্মুখীন হচ্ছে বাইরের রাজ্যের শ্রমিকরা। সেখানে আটকে রয়েছে তারা। তাদের শীঘ্রই ফিরিয়ে আনার কোন ব্যবস্থা গ্রহণ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই বিষয়ে অভিযোগ উঠছে।

শুধু তাই নয়, অন্য কয়েকটি রাজ্যও কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট জানিয়েছে যে, বাংলা তাদের শ্রমিকদের ফেরানোর ব্যাপারে উত্‍সাহ দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গ সরকার করোনার এই ভয়ংকর সময়ও কোনভাবে কেন্দ্রকে সাহায্য করছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্য সরকারের। “পশ্চিমবঙ্গের থেকে যে ধরনের সাহায্য আশা করা হয়েছিল তা মোটেও পাওয়া যাচ্ছে না। অনেক রাজ্য রয়েছে যারা বাংলার শ্রমিকদের ফেরাতে আগ্রহী। তাদের তরফে পশ্চিমবঙ্গের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। কিন্তু জবাব পাওয়া যাচ্ছে না।”

এর আগেও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন।

সুত্র:নর্থ ইস্ট নাউ

আরও পড়ুন ::

Back to top button