দঃ ২৪ পরগনা

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এক হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করার অনবদ্য প্রয়াস !

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এক হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করার অনবদ্য প্রয়াস !

 

কাকদ্বীপ : অমর ঘোড়ুই , দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লক এর লট নম্বর ৮ শাখার সহযোগিতায় স্বামী আধ্যাত্মানন্দ মহারাজ জানান সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলির প্রায় ১০০০ টি দুস্থ অসহায় পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হবে।।

যাতে রয়েছে 5 কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সরষের তেল, সয়াবিন ১ কেজি, একটি সাবান ও দুটি করে বিস্কুটের প্যাকেট।।

 

আরও পড়ুন ::

Back to top button