রাজ্য

একদিনে রাজ্যে সুস্থ ১১৩ জন, টেস্ট হয়েছে ৫০০৭! দুটোই সর্বাধিক: ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যে!

একদিনে রাজ্যে সুস্থ ১১৩ জন, টেস্ট হয়েছে ৫০০৭! দুটোই সর্বাধিক: ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যে!

 

ওয়েবডেস্ক: ১. রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা রোজ গড়ে একশোরও বেশি করে বাড়ছে। আজ পর্যন্ত মোট ২১৭৩ জন কোভিড পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

২. রাজ্যে মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনা পজিটিভ কলকাতা শহরে। সংখ্যাটা এখন ১০৪১। তার পরেই রয়েছে হাওড়া, সেখানে আক্রান্ত ৪৭৭ জন।

৩. গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১০ জন। তার মধ্যে ৩৯ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়।

৪. রাজ্যে টেস্টের সংখ্যা আরও বেড়েছে, সোমবার মোট ৫০০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। এ পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৫২ হাজার ৬২২টি নমুনা।

৫. গত চব্বিশ ঘন্টায় রাজ্যে সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। ১১৩ জন সেরে উঠেছেন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬১২ জন। ডিসচার্জ রেট ২৮.১৬%।

৬. বর্তমানে রাজ্যে কোভিড অ্যাকটিভ রয়েছে অর্থাত্‍ করেনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৬৩ জন রোগীর শরীরে।

৭. রাজ্যে এ পর্যন্ত ১৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মারা গেছেন ৮ জন। মোট মৃতের মধ্যে কোমর্বিডিটির কারণে মারা গেছেন ৭২ জন।

৮. মোট ১৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা চলছে। স্বাস্থ্য ভবন জানিয়েছে, দশ লক্ষ মানুষ পিছু ৫৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত যত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৪.১৩ শতাংশের মধ্যে কোভিডের উপস্থিতি পাওয়া গিয়েছে।

৯. রাজ্যে মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

১০. রাজ্যে গ্রিন জ়োনের তালিকাভুক্ত জেলা এখন ৫। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া।

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button