ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে বাঁধের জলে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু মৃগী আক্রান্ত যুবকের

ঝাড়গ্রামে বাঁধের জলে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু মৃগী আক্রান্ত যুবকের

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বাঁধের জলে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার বাসিন্দা দাশু সরেন (৩০) নামে ওই যুবক স্থানীয় পাল বাঁধে স্নান করতে যান। কিন্তু তিনি বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিজনেরা।

স্থানীয়রা বাঁধের পাড়ে দাশুর জামাকাপড় ও জুতো পড়ে থাকতে দেখেন। তাঁর দেহটিও জলে ডুবে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দেহটি জল থেকে টেনে তোলেন। খবর পেয়ে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার দেহের ময়নাতদন্ত হবে। অবিবাহিত দাশু তাঁর মায়ের সঙ্গে থাকতেন।

তিনি পেশায় তিনি ছিলেন দিনমজুর। দাশুর দাদা বস্তা সরেন ওড়িশায় শ্রমিকের কাজ করেন। তিনি সম্প্রতি ঝাড়গ্রামে ফেরেন। প্রশাসনের উদ্যোগে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পরে দাশুর দাদা বস্তা সরেন কয়েকদিন আগে বাড়ি ফিরেছেন। তারপর এদিন এমন দুর্ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, দাশুর মৃগী রোগ ছিল। অনুমান, স্নান করার সময়ে তিনি মৃগীতে আক্রান্ত হয়ে বাঁধের জলে ডুবে যান।

আরও পড়ুন ::

Back to top button