ঝাড়গ্রাম

আন্তর্জাতিক সেবিকা দিবসে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যসেবিকাদের গোলাপ-মিষ্টি দিয়ে সম্মান জানাল পুলিশ

আন্তর্জাতিক সেবিকা দিবসে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যসেবিকাদের গোলাপ-মিষ্টি দিয়ে সম্মান জানাল পুলিশ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তার মাঝেই মঙ্গলবার ছিল সেবার প্রতীক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দু’শো তম জন্মদিন। তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ। যিনি ‘দ্য লেডি ইউথ দ্য ল্যাম্প’ নামে সারা বিশ্বে পরিচিত। তাঁর জন্মদিনটি বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক সেবিকা দিবস’ উপলক্ষ্যে পালিত হয়।

মঙ্গলবার এই বিশেষ দিনে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার সব থানা এলাকার নার্সদের গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হল। জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন, “এই কঠিন মুহূর্তে স্বাস্থ্যকর্মীরা নিরলস ভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন। তাই এই বিশেষ দিনটি উপলক্ষ্যে জেলার সব থানা এলাকায় স্বাস্থ্যসেবিকাদের সম্মানিত করা হয়েছে।

এদিনই ঝাড়গ্রাম জেলার লালগড় নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ে বিশেষ দিনটি উদযাপন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্পর্কে আলোচনার পাশাপাশি, নাচ, গান ও আবৃত্তি পাঠ করেন নার্সিং শিক্ষিকারা। করোনা মোকাবিলায় যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন সেই যোদ্ধাদের উদ্দেশ্যে এনআরএসের স্বাস্থ্যকর্মী শ্রাবণী পাত্রের লেখা একটি গানের মধ্যে দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগড় নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষা পাপিয়া পাল-সহ অন্যান্য শিক্ষিকারা।

আন্তর্জাতিক সেবিকা দিবসে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যসেবিকাদের গোলাপ-মিষ্টি দিয়ে সম্মান জানাল পুলিশ

আরও পড়ুন ::

Back to top button