কলকাতা

সীমিত যাত্রী নিয়ে চলবে বেসরকারি বাস, লোকসান ঢাকতে বাড়তে চলেছে বাসের ভাড়া !

সীমিত যাত্রী নিয়ে চলবে বেসরকারি বাস, লোকসান ঢাকতে বাড়তে চলেছে বাসের ভাড়া !

 

ওয়েবডেস্ক: গোটা দেশে কার্যকর হতে চলেছে চতুর্থ দফার লকডাউন। এরই মধ্যে কলকাতা সহ রাজ্যে বেশ কিছু জিনিসে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি দেওয়া হয়েছে বাসচালানোরও। তবে সীমিত সংখ্যক যাত্রী নিেয় চালাতে হবে বাস। তার জন্য বাস ভাড়া চাইলে বাড়াতে পারেন বেসরকারি বাসের মালিকরা। সরকার তাতে হস্তক্ষেপ করবে না। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাস পরিষেবা চালু:

করোনা লকডাউনে চতুর্থ দফায় শহরে চালু হতে চলেছে বাস পরিষেবা। সরকারি বাস পরিষেবা চালু হবে কয়েকটি রুটে। হাওড়া নিউটাউন, হাওড়া কামালগাজি, হাওড়া গড়িয়া, বালিগঞ্জ ডানলপ, যাদবপুর করণাময়ী সহ ১২টি রুটে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে ২০ জনের বেশি যাত্রী বাসে তোলা যাবে না বলে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে।

বেসরকারি বাসে ছাড়:

সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস চালানোরও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাত্রী তোলার ক্ষেত্রে সেই একই নিয়ম বহাল থাকবে। তাতে ভাড়া বাড়াতে তাঁরা বাড়াতে পারেন বলে জানিয়েছে। জেলাগুলিতেও বেশ কিছু জায়গা. বাস চালানো যাবে বলে জানিয়েছেন তিনি।

বাস ভাড়া বৃদ্ধির ইঙ্গিত:

২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে হলে বিপুল লোকসানের মুখে পড়তে হবে বেসরকারি বাস মালিকদের। সেকারণে তাঁরা নিজেদের মত ভাড়া ঠিক করে নিতে পারেন বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে ভাড়া নিয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাত্‍ করোনা আবহে বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে উঠতে হতে পারে যাত্রীদের।

জেলার বাইরেও বাস চলবে:

জেলার মধ্যেই শুধু নয় এবার জেলার বাইরেও বাস চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি বৈঠক করে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে বিধি মেনেই যাত্রী বাসে তোলা হবে।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button