কলকাতা

স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর রেখে শহরের ট্যাক্সিতে চালক-যাত্রীর মধ্যে প্লাস্টিক পর্দার ব্যবহার !

স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর রেখে শহরের ট্যাক্সিতে চালক-যাত্রীর মধ্যে প্লাস্টিক পর্দার ব্যবহার !

 

ওয়েবডেস্ক : কোভিড-১৯-এর কারণে স্বাস্থ্য সুরক্ষা বিধিতে এখন নজর গিয়েছে সবার। সেভাবেই এবার প্লাস্টিকের পর্দা এলো কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সির ভিতরে। চালক এবং যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে দুটি আসনের মাঝখানে প্লাস্টিকের পর্দা দিয়ে বিভাজন করা হয়েছে।

যেহেতু সোমবার থেকে ট্যাক্সি পরিষেবা ফের চালু হবে বলে জানা গিয়েছে। কনটেনমেন্ট এলাকা বাদে চলবে অ্যাপ-ক্যাব পরিষেবাও। সেকারণে শহরের সব ট্যাক্সিই আগে স্যানিটাইজ করা হয়েছে। তারপরই ওই প্লাস্টিকের পর্দা দেওয়া হয়েছে চালক এবং যাত্রীর আসনের মাঝখানে।

তাছাড়া সব ট্যাক্সিচালকদের জন্যই মাস্ক এবং গ্লাভস্‌ বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। শনিবারই রাজ্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, সোমবার থেকে বাস, ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার কথা। তবে ভাড়া বাড়ানো যাবে না বলেও জানান তিনি।

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button