জীবন যাত্রা

আপনার কি ‘ব্রেকআপের’ সময় ঘনিয়ে এসেছে? জেনে নিন ১০টি প্রশ্নে

আপনার কি 'ব্রেকআপের' সময় ঘনিয়ে এসেছে? জেনে নিন ১০টি প্রশ্নে'ব্রেকআপের' সময় ঘনিয়ে এসেছে? জেনে নিন ১০টি প্রশ্নে

জানেন কি জ্বর যে নিজে কোনো রোগ নয়, রোগের লক্ষণমাত্র? অথবা এটা জানা আছে, ছোট ছোট কয়েকটা ভূমিকম্প বড় একটি ভূমিকম্পের পূর্ব লক্ষণ? যেকোনো বিষয় ঘটার আগে তার লক্ষণ দেখা দিতে থাকে। শুধু সেটা দেখার মতো চোখ আর বিচার করার মতো বুদ্ধি থাকা চাই। সম্পর্কের ভাঙনও এর থেকে আলাদা কিছু নয়। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার কেমন দিন যাচ্ছে, কী কথা হয় বা কী অনুভব করেন, তা থেকেই কিন্তু বুঝে ফেলা সম্ভব, প্রেম টিকবে কি না! আপনার সুবিধার্থে রইলো ১০টি প্রশ্ন। এগুলোর মধ্য থেকে যদি ৫টি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হয় তাহলে এখনো সম্ভাবনা আছে সম্পর্ক টিকে যাওয়ার। সময় দিন একে অপরকে। আর যদি ৬-৮টি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ তাহলে আশা ছেড়ে দেয়াটাই ভালো। আর যদি ১০টি প্রশ্নের উত্তরই ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনার এগিয়ে যাওয়া উচিত এ বদ্ধ, ভবিষ্যতহীন সম্পর্ক ভাঙতে।

১) বিশেষ দিনগুলোর তারিখ আগের মতো এখন কি আর মনে থাকে না?

২) এখন আর দীর্ঘ সময় ধরে কথা বলার মতো টপিক খুঁজে পান না?

৩) প্রেমিক বা প্রেমিকার সাথে সময় কাটানোর চেয়ে পুরোনো বন্ধুদের সাথে সময় কাটাতেই বেশি ভালো লাগে?

৪) বিনা কারণে ছোটখাট বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে যাচ্ছে?

৫) এখন ঝগড়া হলে আগ বাড়িয়ে ‘সরি’ বলতে ইচ্ছে করে না? এমনকি সে বলতে এলেও তেমন একটা গা করেন না?

৬) ইদানীং প্রায়ই হিসেব করেন তার পেছনে কত টাকা খরচ হলো?

৭) নিজের কাছের মানুষদের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে এখন আর আগ্রহবোধ করেন না?

৮) ফোন করে ‘কেমন আছো? খেয়েছো না কি’র বাইরে আর বলার মতো কথা খুঁজে পান না?

৯) একটানা অনেকক্ষণ আর একসাথে থাকতে ভালো লাগে না?

১০) ‘আই লাভ ইউ’ বলাটা এখন মুখস্থ বুলির মতো হয়ে গেছে?

‘লিভ ইউর প্যাশন’ ম্যাগাজিনে প্রকাশিত ‘ইটস ব্রেকআপ টাইম’ অবলম্বনে রচিত

আরও পড়ুন ::

Back to top button