জলপাইগুড়ি

করোনা ঠেকাতে রাস্তার মোড়ে চলছে করোনার মূর্তি পুজো

করোনা ঠেকাতে রাস্তার মোড়ে চলছে করোনার মূর্তি পুজো

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : লকডাউনের চতুর্থ দফায় দিশেহারা হয়ে পড়েছে গ্রাম বাংলার অধিকাংশ সাধারণ মানুষ । করোনার ভয়ে দিন যাপন করতে কেউ বিরক্ত তো অনেকেই নারাজ । এমনকি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও সম্পূর্ণ ভাবে করোনা প্রতিষেধক কোনো টিকা বা ওষুধ আবিষ্কার করতে পারেনি । ফলে করোনা সংক্রমণ রোধে অবশেষে মাঠে নেমে করোনার পুজো করতে বাধ্য হলেন গ্রাম বাংলার সাধারণ মানুষ ।

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের কালিরহাট সংলগ্ন তেঁতুল তলা রাস্তার মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রীতিমতো চললো করোনা পুজো । রাস্তার পাশে এক মিটার দূরত্বের সাদা গন্ডির ভেতরে দাড়িয়ে ঢাকে ঢোলে শঙ্খ ধ্বনিতে বেশ কয়েকজন মহিলা মিলে একসঙ্গে করোনার মূর্তি বানিয়ে ব্রাহ্মণ দিয়ে শান্তি পুজো করে বলে জানা যায় । তাঁদের দাবি যে, করোনার প্রতিষেধক যখন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি । তাই বিপদ কাটাতেই আত্মবিশ্বাস মতে করোনার শান্তি পুজো এবং অঞ্জলি দিয়ে করোনা ঠেকাতেই কামনা বাসনা করেন তাঁরা ।

শুধু তাই নয় । নাগরাকাটা ব্লকের কিছু প্রবীণ নাগরিক দাবি করছেন যে করোনা হচ্ছে কলকির অবতার । তাঁদের কথায়, যুগ পরিবর্তনের সাথে সাথে পরিবেশের ভারসাম্য কিংবা পরিস্থিতিও বদলায় । তাই কিছু শাস্ত্রগ্রন্থ মতে কলি যুগের পরে কলকির আগমন হবে । এই বিশ্বাসে তাঁরা অটল রয়েছেন যে করোনাই নাকি কলকি ।

তবে অনেকেই আবার তাঁদের কথায় বিশ্বাসী নয় । তাঁরা চায় বিজ্ঞানসম্মত যুক্তি । তাঁদের কথায় যুগ পরিবর্তনের পরিস্থিতিতে বাঁচতে হলে মুখে মাস্ক, সেনিটাইজার এবং সরকারী নির্দেশ মতো প্রশাসনের নিয়ম মেনে চললেই করোনার সাথে মোকাবিলা করা যেতে পারে ।

আরও পড়ুন ::

Back to top button