আমফান ও বুলবুলের ত্রাণ সামগ্রী নিয়ে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে!
ওয়েবডেস্ক : নিজস্ব প্রতিনিধি – কাকদ্বীপ , অভিশপ্ত আমফানের দাপটে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের ৯৫ শতাংশ মানুষ অসহায় এবং বিপন্ন। ভয়ঙ্কর আমফান তাণ্ডবলীলা চালিয়ে ছিল কাকদ্বীপে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা।। কাকদ্বীপের কাঁচা বাড়ির প্রায় অধিকাংশই ঘরের চাল উড়িয়ে নিয়ে চলে গেছে আমফানের দাপট।
কাকদ্বীপ ব্লকের প্রায় অধিকাংশ অঞ্চলে ৬ দিন ধরে বিদ্যুৎ নেই, নেই জল সরবরাহের ব্যবস্থা, একদিকে অভিযোগ ছিল শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বুলবুলের সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির আর আজ সেখানেই কাকদ্বীপ ব্লকের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে এবার আমাফানের দাপটে বিপন্ন মানুষ গুরুতর অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল বুথ সভাপতির বাড়িতে।
লক্ষীকান্ত সামন্তের বাড়িতে এইদিন গোপন সূত্রে খবর পেয়ে গ্রামবাসীরা চড়াও হয়।। অভিযোগ ছিল যে বুলবুলের ত্রাণ সামগ্রী এবং আমফান এর ত্রাণ সামগ্রী লক্ষীকান্ত সামন্ত তার ভাগ্নের বাড়িতে লুকিয়ে রাখে।
আমফান বিধ্বস্ত মানুষদের সেই ত্রাণ পৌঁছে না দেওয়ায় আজ বিকেলে গ্রামবাসীরা উপরে পরে। প্রায় ২৫০০ গ্রামবাসী মিলে লক্ষীকান্ত সামন্তের ভাগ্নের বাড়িতে চড়াও হয় এবং বুলবুল এবং আমফানের ত্রাণ সামগ্রী নিজেরাই বিলি করতে শুরু করে। বস্তাভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় বিপন্ন মানুষ যার যার বাড়িতে চলে যান। এই বিষয়ে গোটা গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।