ঝাড়গ্রাম

পর্যটকশূন্য নয়াগ্রামের রামেশ্বর মন্দির, সেবাইত ও কর্মীদের খাদ্যসামগ্রী বিলি করল ব্লক তৃণমূল

পর্যটকশূন্য নয়াগ্রামের রামেশ্বর মন্দির, সেবাইত ও কর্মীদের খাদ্যসামগ্রী বিলি করল ব্লক তৃণমূল

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউনে সুপ্রাচীন মন্দির চত্বর খাঁ-খাঁ করছে। কেউই আসছেন না নয়াগ্রামের দেউলবাড় গ্রাম লাগোয়া রামেশ্বর শিব মন্দিরে। ঐতিহাসিক এই মন্দিরটি ঝাড়গ্রাম জেলার অন্যতম দর্শনীয় স্থান। সেখানে রয়েছে পর্যটকদের জন্য উদ্যান, রাত্রিবাসের অতিথিনিবাস। সুবর্ণরেখার নদীর তীরে মাকড়া পাথরের তৈরি মন্দিরটি উৎকল শৈলীর। মন্দিরে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ।

স্থানীয়রা জানান, প্রতিদিন সূর্যের প্রথম কিরণ মন্দিরের গর্ভগৃহে কিছু সময়ের জন্য প্রবেশ করে শিবলিঙ্গকে আলোকিত করে। সেই মন্দিরের পুরোহিত থেকে মন্দিরের সেবাইত ও কর্মীরা লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন। মন্দিরে আগত দর্শনার্থী ও পর্যটকদের দানে সংসার চলে সেবাইত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের।

এমনই ৫০ জনকে মঙ্গলবার নয়াগ্রাম ব্লক তৃণমূলের উদ্যোগে সাহায্য করা হল। তৃণমূলের নয়াগ্রাম ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত এদিন মন্দিরের পুরোহিত, সেবাইত ও দেখভালের দায়ত্বপ্রাপ্ত কর্মীদের মিলিয়ে ৫০ জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। ছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য প্রণব মাহাতো।

আরও পড়ুন ::

Back to top button