পর্যটন

ভারতে ব্যবসা বাড়াতে ভোডাফোন আইডিয়ার ৫ শতাংশ স্টক কিনতে ইচ্ছুক এই প্রযুক্তি কোম্পানি !

ভারতে ব্যবসা বাড়াতে ভোডাফোন আইডিয়ার ৫ শতাংশ স্টক কিনতে ইচ্ছুক এই প্রযুক্তি কোম্পানি !

 

ওয়েবডেস্ক:‌ ভারতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভোডাফোন আইডিয়ার পাঁচ শতাংশ স্টক কেনার ইচ্ছা প্রকাশ করল গুগল্‌। এজন্য কথাবার্তাও চলছে। একটি সর্বভারতীয় দৈনিকের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গুগল্‌-এর মূল কোম্পানি অ্যালফাবেট রিলায়েন্স জিও-র স্টক কেনার চেষ্টাও করেছিল।

কিন্তু ফেসবুকের কাছে বিনিয়োগ চুক্তি হেরে যায়। এবার ভোডাফোন আইডিয়ার স্টক কিনে ফেসবুক এবং ভারতে ফুলেফেঁপে ওঠা রিলায়েন্স জিও-র ব্যবসায় ভাগ বসাতে ইচ্ছুক গুগল্‌। তবে শুধু ভোডাফোন আইডিয়াই নয়, ভারতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছে গুগল্‌।

বৃহস্পতিবার পর্যন্ত রিলায়েন্স জিও-র ৪.‌৮৭ ট্রিলিয়ন টাকা ব্যবসার তুলনায় ভোডাফোন আইডিয়ার ব্যবসা মাত্র ১৬,৭২৪ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, গুগল্‌-এর এই পদক্ষেপ ভোডাফোন আইডিয়ার কাছে সঞ্জীবনী হয়ে আসতে পারে। কারণ সুপ্রিম কোর্টের আদেশ মতো গড় রাজস্ব মেটাতে কেন্দ্রকে ৫৩,০০০ কোটি টাকা বকেয়া মেটাতে হবে ভোডাফোনকে।

অন্যদিকে, জিও মাইক্রোসফট্‌-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে অতিরিক্ত আড়াই শতাংশ স্টক বাড়ানোর জন্য। গত ২১ এপ্রিল রিলায়েন্স ঘোষণা করেছিল ফেসবুককে ৪৩,৫৭৪ কোটি টাকার ১০ শতাংশ স্ট ক বিক্রি করেছে তারা।

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button