কলকাতা

বাড়ল মেয়াদ, আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে হাইকোর্ট !

বাড়ল মেয়াদ, আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে হাইকোর্ট !

 

ওয়েবডেস্ক:‌ কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের আদালতগুলি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মেয়াদ বাড়ল আগামী ৮ জুন পর্যন্ত। এই ক’দিন বন্ধ থাকবে হাইকোর্ট সহ সারা রাজ্যের নিম্ন আদালতগুলো।

বন্ধ থাকবে আন্দামান ও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চও। শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শোনার জন্য আদালত বসবে। মামলার শুনানি হবে অনলাইনে।

বৃহস্পতিবার হাইকোর্টের তরফে রেজিস্টার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, দেশ তথা রাজ্যের সংকটজনক অবস্থায় গত ২৫ মার্চ হাইকোর্ট সহ গোটা রাজ্যের আদালতগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তার মেয়াদ বাড়িয়ে আগামী ৮ জুন পর্যন্ত করা হল। তবে জরুরি মামলার শুনানির জন্য আগামী ২ ও ৫ জুন হাইকোর্টে ২ টি ডিভিশন বেঞ্চ ও ২ সিঙ্গল বেঞ্চ বসবে।

পাশাপাশি, বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চের তরফে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালতের কাজ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাই বহাল থাকবে।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button