Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কলকাতা

দ্রুত স্বচ্ছ পদক্ষেপের প্রয়োজন , টুইট রাজ্যপালের !

দ্রুত স্বচ্ছ পদক্ষেপের প্রয়োজন , টুইট রাজ্যপালের !

 

ওয়েবডেস্ক : পুলিশ ট্রেনিং স্কুল, গড়ফা থানা, বিধান নগর পুলিশ ব্যারাকে যা ঘটেছে সেটা যথেষ্ট উদ্বেগজনক। দ্রুত স্বচ্ছ পদক্ষেপের প্রয়োজন রয়েছে। যাতে উপযুক্ত স্তরে অভাব অভিযোগ জানানো যায়।

রাজনৈতিক আনুগত্য থেকে পুলিশ বাহিনীকে দূরে রাখা উচিত। রাজ্যে একের পর এক পুলিশ বিক্ষোভ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইটারে মন্তব্য করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার।

সম্প্রতি কলকাতার বেশ কিছু জায়গায় পুলিশ বাহিনীর মধ্যে বিক্ষোভ শুরু হতে দেখা যায়। বিধান নগর পুলিশ ব্যারাকের মধ্যে গতকাল পুলিশের বিক্ষোভ হয়। বিক্ষোভরত পুলিশ কর্মীদের অভিযোগ, সেখানে পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

সঠিক সময় উচ্চপদস্থ আধিকারিকরা পদক্ষেপ গ্রহণ করেন না। বিধান নগর পুলিশ ব্যারাকের একাংশের যথেষ্ট ভাঙচুর চলে। বেশ কিছুদিন আগে পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর ফোর্স এর মধ্যে বিক্ষোভ লক্ষ্য করা যায়।

উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর মধ্যে বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ এমন আকার নেয় প্রত্যক্ষদর্শীদের মতে, যদি সেইদিন উচ্চপদস্থ আধিকারিক সেখান থেকে সরে না যেতেন তাহলে হয়তো অঘটন ঘটে যেতে পারতো।

সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পরিস্থিতি সামাল দেন। তারপরে গড়ফা থানার এক পুলিশ কর্মীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশ কর্মীদের মধ্যে বিক্ষোভ-ভাঙচুর চলে।

তারপর বিধান নগর পুলিশ ব্যারাকে ও কর্মীদের মধ্যে বিক্ষোভ হওয়ার পরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টুইটে বার্তা দিয়েছেন। তার কথায়, স্বচ্ছ দায়িত্বপূর্ণ প্রশাসনের স্বার্থে দ্রুত পদক্ষেপের প্রয়োজন রয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যে এই ধরনের একের পর এক পুলিশ বিক্ষোভের পরে রাজ্যপালের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টুইট বার্তা যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button