দঃ ২৪ পরগনা
রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের উদ্যোগে ‘আমফানে’ সুন্দরবনের বিধ্বংসী এলাকায় ত্রাণ বিতরণ !
রবীন মজুমদার,দক্ষিণ ২৪ পরগনা , গত ২০-ই মে বিধ্বংসী আমফান সুন্দরবনে তথা রাজ্যের আরো চারটি জেলাকে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
একেই চলছিল চার দফার লকডাউন, করোনা ভাইরাসের জেরে জারি ছিল লকডাউন। ঠিক তারই কারণে মানুষ অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল হয়ে পড়ে। তার ওপরে বিধ্বংসী আমফান রাজ্যের আর চারটি জেলার মত সুন্দরবনকে তছনছ করে রেখে দেয়।
আমরা এর আগেও সুন্দরবনের বিভিন্ন প্রান্তের বিধ্বংসী সেই ছবি দেখিয়ে ছিলাম। আমফানের ঠিক এগারো দিন পর দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে-
ঋষি অরবিন্দ সংঘের সহযোগিতায় রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ এর উদ্যোগে আজ প্রায় ৫০০ জন প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চাল ডাল আলু তুলে দেন। রাজনীতি দ্বন্দ্ব ভেদাভেদ জাতি-ধর্ম-নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন।