ঝাড়গ্রাম

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ‘কমিউনিটি কিচেন’, ঝাড়গ্রামের আদিবাসী গ্রামের চারশো বাসিন্দাকে বিলি করা হল মাংস-ভাত

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে 'কমিউনিটি কিচেন', ঝাড়গ্রামের আদিবাসী গ্রামের চারশো বাসিন্দাকে বিলি করা হল মাংস-ভাত

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউনের ফলে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন প্রাথমিক শিক্ষকেরা। বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বিনপুর-১ চক্রের উদ্যোগে লালগড়ের নেপুরা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত উড়লিডাঙা গ্রামের আশিটি পরিবারের চারশো সদস্যকে রান্না করা খাবার বিলি করা হল।

এদিন শিক্ষক সংগঠনটির উদ্যোগে ওই গ্রামে কমিউনিটি কিচেন কর্মসূচি হয়। রান্না করা হয় ভাত আর মুরগির মাংস। সংগঠনের বিনপুর-১ চক্রের সভাপতি মণিকাঞ্চন পাত্র জানালেন, লকডাউন পর্যায়ে তাঁরা বিনপুর-১ ব্লকের বিভিন্ন গ্রামে অভাবী মানুষজনের হাতে খাদ্যসামগ্রী বিলি করেছেন। রমজান মাসে সংখ্যালঘু পরিবার গুলিকে ফল বিতরণ করা হয়েছে।

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে 'কমিউনিটি কিচেন', ঝাড়গ্রামের আদিবাসী গ্রামের চারশো বাসিন্দাকে বিলি করা হল মাংস-ভাত

এদিন থেকে শুরু হল রান্না করা খাবার দেওয়া। এদিন উড়লিডাঙা গ্রামে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, শিক্ষক সংগঠনটির জেলা কমিটির সদস্য পতিত মণ্ডল, লালগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতো, ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি জলধর পণ্ডা, অঞ্চল তৃণমূলের সভাপতি অনুপ বিশ্বাস প্রমুখ। মণিকাঞ্চনবাবু বলেন, “সংগঠনের সদস্য শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি হয়েছে।”

আরও পড়ুন ::

Back to top button