ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলাতেও শিক্ষাক্ষেত্রে ১২ দফা দাবিতে এবিভিপি-র অবস্থান-বিক্ষোভ

ঝাড়গ্রাম জেলাতেও শিক্ষাক্ষেত্রে ১২ দফা দাবিতে এবিভিপি-র অবস্থান-বিক্ষোভ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ১২ দফা দাবিতে বুধবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রতীকী অবস্থান-বিক্ষোভ করল গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি।

এদিন বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থানে বসেন সংগঠনের সদস্যরা। গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া সরকারি কলেজ ও মহাপাল হাইস্কুল সহ জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষাক্ষেত্রে সমস্ত রকম ফি মকুব, হোস্টেল ফি মকুব, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি হ্রাস, ছাত্রছাত্রীদের বৃত্তি ও স্কলারশিপ, বাড়তি ক্লাস, ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন, বিশ্ববিদ্যালয়ের স্ব-উদ্যোগে প্লেসমেন্ট, যোগা সহ সমসাময়িক শিক্ষাদানে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা পালন সহ মোট ১২ দফা দাবি তোলা হয়।

জেলার এবিভিপি নেতা স্বরূপ ধল জানান, রাজ্যব্যাপী এই কর্মসূচির আওতায় এদিন এবিভিপি-র ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে প্রত্যেকটি কলেজে ডেপুটেশন জমা দেওয়া হয়।

আরও পড়ুন ::

Back to top button