বিনোদন

বিরাটরা সেমিফাইনালে, আরও সুতোহীন পুনম!

বিরাটরা সেমিফাইনালে, আরও সুতোহীন পুনম! - West Bengal News 24

মঙ্গলবারের ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে দেশবাসীর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে দুই দেশের জাতীয় সঙ্গীত কিন্তু মিলিয়ে দিয়েছিল যাবতীয় আবেগ ভালোবাসাকে। শেষপর্যন্ত ভারতের দুর্ধর্ষ ইনিংসের সামনে বাংলাদেশ উড়ে গেলেও তাদের স্পিরিটের প্রশংসা করেছেন সকলে। তবে কথা রাখলেন একজন। তিনি হলেন পুনম পান্ডে।

পুনম এবার আগেই বলেছিলেন যেকটি ম্যাচে ভারত জিতবে সেকটি ম্যাচের পরই তিনি অর্ন্তবাস খুলে ফেলবেন। এর আগের ম্যাচের পর খুলেও ফেলেছেন। তবে এবার তিনি খুললেন না। ম্যাচের পর খোলা চুলে চূড়ান্ত যৌনউত্তেজক ছবি দিয়ে লিখলেন- ”Good night Team India.” আর তাতেই খুশি ভক্তরা। সোনম অবশ্য নিজে যে ক্রিকেটপ্রেমী একথা তিনি বারবার বলে এসেছেন। এমন প্রমাণ আগেও বহু দিয়েছেন। সেমিফাইনালে ভারত জিতলে যে অন্যরকম কিছু করবেন তার ইঙ্গিতও দিয়ে রাখলেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য