প্রযুক্তি

টুইটারের নতুন ফিচার ‘ফ্লিটস’

টুইটারের নতুন ফিচার ‘ফ্লিটস’

চলতি বছরের শুরুর দিকে ফেসবুক, ইনস্টাগ্রামের স্টোরির মত নতুন ফিচার শুরু করার কথা জানিয়েছিল টুইটার। এবার ‘ফ্লিটস’ নামের এই ফিচার টুইটার পরীক্ষামূলক ভাবে চালু করেছে।

হোয়াটস অ্যাপ স্ট্যাটাসের মতোই টুইটার ‘ফ্লিটস’-এর পোস্ট ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। আপাতত ইতালি আর ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে টুইটার ফ্লিটস।

টুইটার ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি পেজের একেবারে উপরের অংশেই দেখা যাবে। এতে রিয়্যাক্ট বটনও থাকবে।

যারা ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি দেখবেন তাঁরা চাইলে এখানে রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর পাশাপাশি রিপোর্ট করার বিকল্প বটনও থাকবে।

ফ্লিটসে পোস্ট করার জন্য অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের ‘নিউ ক্রিয়েট’ অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিও অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করে পোস্ট করা যাবে।

আরও পড়ুন ::

Back to top button