Big breaking news : করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি !
ওয়েবডেস্ক : করাচি, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঝুঁকি নিয়েই ময়দানে নেমেছিলেন তিনি। বেশ ক’দিন ধরেই ঘরবন্দি পাকিস্তানের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি ।
Former Pakistan all-rounder Shahid Afridi says he has tested positive for COVID-19
— Press Trust of India (@PTI_News) June 13, 2020
কিন্তু পাকিস্তান তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দুশ্চিন্তার খবর । শাহিদ আফ্রিদি নিজেই এখন করোনা আক্রান্ত । তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার । ফ্যানদের কাছে তাঁর আবেদন, ‘আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি, সেই প্রার্থনাই আপনারা সবাই করুন ।’
In this pandemic situation, Shahid Afridi was working with earnest devotion to help needy people when everyone was quarantined. Now he has been tested COVID +ve.
Pray for his health. May Lala recover soon 🙏 pic.twitter.com/0tb7BdmFhw
— UET’s Einsteins (@uetseinsteins) June 13, 2020
করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এতদিন চলেছে লকডাউন। এখন লকডাউন উঠলেও কোভিড পরিস্থিতির কোনও উন্নতি নেই ভারত-পাকিস্তানের মতো অনেক দেশেই । এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাঁদের পাশে অনেক দিন আগেই দাঁড়িয়েছেন আফ্রিদি।
নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের দিকে। যা দেখে টুইটারে এর আগে প্রশংসাও করেন হরভজন সিং। সেই আফ্রিদির কোভিড পজিটিভের খবর পেয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর ফ্যানরা ।
সুত্র: News18