যাত্রী চাপ সামলাতে শিগ্রই কলকাতার রাস্তায় চলবে ট্রাম !
ওয়েবডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের কলকাতার বুকে শুরু হতে চলেছে ঐতিহাসিক ট্রাম পরিষেবা। ইতিমধ্যেই রাজ্য পরিবহন নিগম রাস্তায় ট্রাম নামানোর তোড়জোড় শুরু করে দিয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ট্রামগুলি ঠিকঠাক চলছে কিনা, তার ট্রায়াল রানের কাজও শুরু হয়েছে। বালিগঞ্জ থেকে টালিগঞ্জের মধ্যে ট্রাম চালিয়ে সেই ট্রায়াল দেওয়া হয়ে গেছে।
আনলক পর্যায়ে রাস্তায় কিছু পরিমান বাস নামলেও যাত্রীদের চাপ সামাল দেওয়ার পক্ষে তা যথেষ্ট নয়। পাশাপাশি বেড়েছে বাসের ভাড়াও। তাই কিছুটা কম ভাড়ায় যাত্রীরা যাতে শহরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন, তার জন্যই চালু হচ্ছে ট্রাম পরিষেবা।
পরিবহন সূত্রের খবর, এসপ্ল্যানেড-খিদিরপুর, এসপ্ল্যানেড-হাতিবাগান, বালিগঞ্জ-টালিগঞ্জ এই তিন রুটেই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যান্য গণপরিবহন ব্যবস্থার মতোই এক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
কিছুদিন আগেই সুপার সাইক্লোন আমফানের তান্ডবে শহরের বুকে বেশ কয়েকটি জায়গায় ট্রামের ইলেক্ট্রিকের তার ছিঁড়ে গিয়েছে। সেগুলিকে দ্রুত মেরামত করার কাজও শুরু হয়ে গিয়েছে। সেগুলি করতে অনেকটাই সময় লাগবে।
রাজ্য পরিবহন দফতর সিদ্ধান্ত নিয়েছে, প্রথমদিকে অল্পসংখ্যক এককামরার ট্রাম চালানো হবে শুধুমাত্র বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে। তারপর ধীরে ধীরে বাকি রুটগুলিতেও পরিষেবা শুরু হয়ে যাবে।
সুত্র: MySepik.com