ঝাড়গ্রাম

জামবনির ফুলবেড়িয়া গ্রামে হানা দিয়ে দোকানের দরজায় ধাক্কা হাতির

জামবনির ফুলবেড়িয়া গ্রামে হানা দিয়ে দোকানের দরজায় ধাক্কা হাতির

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: রেশন দোকানের দরজা ভাঙার আপ্রাণ চেষ্টা করছিল দাঁতাল হাতিটি। কিন্তু গ্রামবাসীরাও ছাড়ার পাত্র নন। মশাল জ্বেলে হইহই করে তাড়া করলেন গ্রামবাসীরা। গভীর রাত থেকে ভোর পর্যন্ত হাতি-মানুষের লুকোচুরি চলল ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ফুলবেড়িয়া গ্রামে।

মঙ্গলবার গভীর রাতে ঝাড়খণ্ড রাজ্যের লুগাহারার কাজুগাছের জঙ্গলপথ দিয়ে হাতিটি ঢুকে পড়েছিল জামবনির ওই গ্রামে। সুজন মাহাতোর মুদি দোকানের গ্রিলের জানালা ভেঙে চিনি ও আলু খেয়ে নেয় হাতিটি। রেশন ডিলার রামপদ মাহাতোর দোকানের দরজা ভাঙার চেষ্টা করে। কয়েকজন গৃহস্থের বাড়ির দরজা ভেঙে ধান খেয়ে নেয়। গ্রামবাসীরা হাতিটিকে খেদাতে শুরু করেন।

কিন্তু হাতিটিও গ্রামের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতে থাকে ভোরের দিকে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। বন দপ্তর জানিয়েছে, হাতিটি ঝাড়খণ্ড রাজ্যের লুগাহারার দিক থেকে চলে এসেছিল। বুধবার সকালে হাতিটি জামবনি বেঞ্জের বাকড়ার জঙ্গলের দিকে চলে গিয়েছে। হাতিটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button