ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে বিপদের ঝুঁকি নিয়েই চলছে বেআইনি রেল লাইন পারাপার, আন্ডারপাসের দাবি করছেন শহরবাসী

ঝাড়গ্রামে বিপদের ঝুঁকি নিয়েই চলছে বেআইনি রেল লাইন পারাপার, আন্ডারপাসের দাবি করছেন শহরবাসী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: যানজট কমাতে ঝাড়গ্রাম শহরের মেন রেল ক্রসিংয়ে উড়ালপুল তৈরি হয়েছে। বছর ছ’য়েক আগে উড়ালপুল চালু হওয়ায় যানজটের দুর্ভোগ অনেকটা কমেছে। উড়ালপুল তৈরি হওয়ায় রেল ক্রসিংয়ের রেলগেটটি তুলে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ওই এলাকায় রেল লাইন পারাপার তাই এখন বেআইনি।

কিন্তু শহরের উত্তরপ্রাপ্তের মানুষজন বাজার যাওয়ার জন্য হেঁটে অথবা সাইকেল নিয়ে রেল লাইন রেরোন। আবার দক্ষিণ প্রান্তের মানুষজন হেঁটে অথবা সাইকেল নিয়ে বিভিন্ন প্রয়োজনে উত্তরপ্রান্তে যান। সাইকেল আরোহী ও পথচারীদের পক্ষে উড়ালপুল দিয়ে ঘুরে যাতায়াত করাটা কষ্টকর। কিন্তু ঝঞ্ঝাট এড়াতে গিয়ে রেল লাইন পেরনোর সময়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রায়ই রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ঝাড়গ্রামে বিপদের ঝুঁকি নিয়েই চলছে বেআইনি রেল লাইন পারাপার, আন্ডারপাসের দাবি করছেন শহরবাসী

পথচারী ও সাইকেল আরোহীদের জন্য রেল লাইনের তলায় দু’প্রান্তে যাতায়াতের জন্য একটি আন্ডারপাসের দাবি দীর্ঘদিনের। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। রেল লাইনের উত্তরপ্রান্তের বাসিন্দা সর্বাণী চৌধুরী বলেন, ‘‘রেল লাইন পেরোলেই সব্জি বাজার। কিন্তু উড়লপুলে দিয়ে বাজার যেতে গেলে টোটো ধরে যেতে হয়। ফলে অনেকটাই ঘুরে যেতে হয়।

এলাকাবাসীর সুবিধার জন্য পথচারীদের জন্য একটি আন্ডারপাস চালু হলে খুব উপকার হয় এবং তাহলে দুর্ঘটনাগুলিও এড়ানো সম্ভব।’’ ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ-এর সদস্য সৌরভ মুদলী বলেন, ‘‘সর্ডিহা রেল স্টেশনের কাছে গ্রামীণ এলাকায় রেল লাইনের তলায় আন্ডারপাস তৈরি করছে রেল কর্তৃপক্ষ। জেলা শহর ঝাড়গ্রামেও আন্ডারপাস তৈরি করা হোক।’’ স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের হস্তক্ষেপ দাবি করেছেন।

আরও পড়ুন ::

Back to top button