উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ তৃণমূলের

উত্তর দিনাজপুরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ তৃণমূলের

লাদাখ সীমান্তে চীন সেনার আক্রমণে শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৭ নং ভান্ডার গ্রাম তৃনমূল। মোমবাতি হাতে নিয়ে তৃনমূল কংগ্রেস কর্মীরা বাঘন বাজার পরিক্রমা করে পঞ্চায়েত ভবনের সামনে জমায়েত হয়ে শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

লাদাখ সীমান্তে ভারতীয় ভূখন্ড দখলের চেষ্টা ও বাঁধা দেওয়াতে এক কর্নেল সহ ২০ জন সেনা জওয়ানের আত্মার শান্তি কামনা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। চীনের ভারত বিরোধী মনোভাব ও আন্তর্জাতিক সীমানা পেড়িয়ে বারে বারে তারা যে ভাবে ভারতীয় ভূখন্ড দখলের চেষ্টা করছে, তার নিন্দায় সরব হলেন তৃণমূল কর্মীরা।

তৃণমুল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে স্যালুট জানানো হয় দূর্গম পাহাড়ে দেশ রক্ষায় প্রান দেওয়া সেনা জওয়ানদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভা বিধায়ক তপন দেব সিংহ, অঞ্চলের নেতা ও কনভেনার উত্তম ঘোষ, জেলা যুব তৃণমূল কার্যকারী সভাপতি প্রদীপ বোস, শিক্ষা সেলের অঞ্চল সভাপতি প্রবোধ দেবশর্মা, তৃণমূল নেতা বাপ্পা সরকার, পরিমল গোস্বামী, রহমত আলি, মমতাজ আলি সহ অনান্য।

আরও পড়ুন ::

Back to top button