রাজ্য

রাজ্যের করোনা হাসপাতাল গুলিকে কুইক রেসপন্স টিম তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর !

রাজ্যের করোনা হাসপাতাল গুলিকে কুইক রেসপন্স টিম তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর !

 

ওয়েবডেস্ক : কলকাতা, এক অদৃশ্য ভাইরাসের সঙ্গে ক্রমাগত লড়ে চলেছে শহরবাসী।দমকা হাওয়ার মতো উড়ে এসে যেন শহরে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা। আর এবার করনা পরিস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের।

করোনা হাসপাতাল গুলিকে কুইক রেসপন্স টিম তৈরির নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের।স্বাস্থ্য দফতর সূত্রে খবর,করোনা পরিস্থিতি সামলাতে এবার সমস্ত করোনা হাসপাতালে ক্যুইক রেসপন্স টিম তৈরি করতে হবে।

কুইক রেসপন্স টিমের পাঁচজনের দলে থাকবে। সেখানে একজন অ্যানাস্থেসিস্ট, একজন মেডিক্যাল অফিসার, একজন হাউস স্টাফ, একজন স্নাতকোত্তর পড়ুয়া এবং একজন সিসিইউ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। এই ক্যুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টা কাজ করবে।

যে কোনও করোনা রোগীর অবস্থা সঙ্কটজনক হলে, তাদের চিকিত্‍সায় সক্রিয় হওয়া। এই দলটিকে দিনে ২ বার রোগীদের অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে।

পাশাপাশি, এবার থেকে কোন করোনা রোগীকে ফেরাতে পারবেনা হাসপাতাল।কোভিড রোগীকে ফেরালে সরকারি হাসপাতালের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে এমনটাই খবর স্বাস্থ্য দফতর সূত্রে।

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button