বিনোদন

অজয়ের ছবি ফ্লপ করাতে ঘুষ করণের, প্রকাশ্যে এল কল রেকর্ডিং

অজয়ের ছবি ফ্লপ করাতে ঘুষ করণের, প্রকাশ্যে এল কল রেকর্ডিং

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজম বিষয়টি মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, নেপোটিজমের শিকার হয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে কিন্তু এরই মধ্যে এবার আবারও অজয় দেবগনের সঙ্গে পরিচালক করণ জোহরের পুরনো সমস্যা মাথা চাড়া দিয়ে দাঁড়াল।

অজয়ের ছবি মুক্তি নিয়ে দীর্ঘদিন থেকেই করণের সঙ্গে একটা আলাদা সমস্যা ছিল বলা যায় দ্বন্দ্ব। যদিও কফি উইথ করণ অনুষ্ঠানে এসেছিলেন কিন্তু তাদের মধ্যে যে চাপা সমস্যা তা এখনও সমাধান হয়নি, এমনকী অভিনেতা অজয় দেবগণ বারবার করণ জোহরের বিরুদ্ধে মুখ খুলতেও পিছপা হননি। যদিও অজয় দেবগন বলেন স্ত্রী কাজলের সঙ্গে করণ জোহরের সম্পর্ক অনেক ভালো, কিন্তু অজয় দেবগনের সঙ্গে করণের সমস্যা থাকায় করণের সঙ্গে কাজলের সমস্যা দেখা দিয়েছে।

আর এরই মধ্যে অজয়ের ছবি মুক্তি ফ্লপ নিয়ে এক সমালোচকের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কমল আর খানকে করণ ফোন করে বলছেন অজয় দেবগণের শিবায় ছবিটি নিয়ে খারাপ টুইট করেছেন কেন আর কেনই বা করণের ছবিটি নিয়ে ভাল কথা বলেছেন? আর সেই সময়ই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য জানা যায় করণের থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে করণের ছবি কে নিয়ে এত প্রশংসা করেছেন তিনি। আর এই অডিও ক্লিপিংস প্রকাশ্যে আসতেই রীতিমতো চমকে উঠেছেন সকলে।

সুত্র : বাংলার প্রান

আরও পড়ুন ::

Back to top button