ঝাড়গ্রাম
ঝাড়গ্রামের কুলিয়ানায় বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন দেড়শো কর্মী
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দেড়শো জন কর্মী। শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের মালিঞ্চা গ্রামে ওই দলবদল কর্মসূচি হয়।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু। ছিলেন ব্লক সভাপতি টিঙ্কু পাল, জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক যুব সভাপতি অনুপম মল্লিক, ব্লক কিষাণ তৃণমূলের সভাপতি সুকুমার বাগ, কুলিয়ানা অঞ্চল তৃণমূলের সভাপতি শক্তিপদ বারিক, ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী শর্বরী অধিকারী প্রমুখ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আদিবাড়ি কুলিয়ানা গ্রামে। দিলীপ ঘোষের এলাকায় গেরুয়া শিবিরে ধস নামায় উল্লসিত তৃণমূল শিবির। দুলাল মুর্মু বলেন, “বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। তাই দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।”