পাকিস্তানের কাছে ভাল সাজার জন্য সোনু, অরিজিতের গান পাকিস্তানি গায়কদের দিয়ে ডাব করিয়েছেন সলমন: অভিজিৎ
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর বলিউড হেভিওয়েটদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নেটজনতা। এই হেভিওয়েটদের মধ্যে অন্যতম হলেন সলমন খান (Salman khan)। স্বজনপোষন থেকে ধর্ষণ বা ক্ষমতার অপব্যবহার একাধিক অভিযোগ উঠেছে বলিউডের ভাইজানের বিরুদ্ধে।
পরিচালক অভিনব কাশ্যপ, পায়েল রোহাতগি, প্রয়াত জিয়া খানের মা অনেকেই সরব হয়েছেন সলমনের বিরুদ্ধে। এবার সেই তালিকায় যুক্ত!
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর বলিউড হেভিওয়েটদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নেটজনতা। এই হেভিওয়েটদের মধ্যে অন্যতম হলেন সলমন খান (Salman khan)।
View this post on Instagram
স্বজনপোষন থেকে ধর্ষণ বা ক্ষমতার অপব্যবহার একাধিক অভিযোগ উঠেছে বলিউডের ভাইজানের বিরুদ্ধে। পরিচালক অভিনব কাশ্যপ, পায়েল রোহাতগি, প্রয়াত জিয়া খানের মা অনেকেই সরব হয়েছেন সলমনের বিরুদ্ধে।
এবার সেই তালিকায় যুক্ত হলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijit Bhattacharya)। সলমন খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তিনি। পাকিস্তানি গায়কদের বলিউডে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় গায়কদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন অভিনেতা। এমনই গুরুতর অভিযোগ আনেন অভিজিৎ।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে গত বছরের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন গায়ক। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, একজন উঠতি গায়কের গান পাকিস্তানি গায়ককে দিয়ে ডাব করিয়েছিলেন সলমন। পরে তিনি আরও বলেন, শুধু অরিজিৎ নন, সোনু নিগমের গানও পাকিস্তানি গায়ককে
দিয়ে ডাব করিয়েছেন সলমন। সোনুর বিরুদ্ধে ফতোয়াও জারি করা হয়েছিল বলে দাবি করেন অভিজিৎ। সেই সময় তিনিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।
অভিজিৎ আরও বলেন, ওঁদের জন্য পাকিস্তান নিজেদের এলাকা। পঞ্জাব, উত্তর প্রদেশ, বাংলায় যেমন ছবি মুক্তি পায় তেমনই পাকিস্তানেও পাবে। তাই পাকিস্তানিদের কাছে ভাল সাজার জন্য তাঁদের দিয়ে ভারতীয় গায়কদের গান ডাব করান।