ঝাড়গ্রাম

বিনপুরের চার আদিবাসী নাবালকের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন

বিনপুরের চার আদিবাসী নাবালকের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন

স্বপ্নীল মজুমদার,ঝাড়গ্রাম: বিনপুরের এক গ্রামে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে চার আদিবাসী নাবালক। এমন খবর পেয়ে রবিবার ভালুকখুলিয়া গ্রামে ওই পরিবারটিকে ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হল।

এদিনই হঠাৎ খবর পেয়ে কাঁকো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালুক খুলিয়া (বাবলা ঘুটু) গ্রামে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন অ্যাসোসিয়েশনের সদস্য রাইসেন মান্ডি ও অন্যান্যরা। রাইসেনবাবু ও সংগঠনের সদস্যরা দুঃস্থ পরিবারটির হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

ওই অসহায় প্রায় অনাথ পরিবারের ১৫ বছরের কাঁদুরাম হেমব্রম, ১২ বছরের সোহাগী হেমব্রম, ৮ বছরের বীরবাহা হেমব্রম ও ৬ বছরের আকাশ হেমব্রম খাদ্যসামগ্রী পেয়ে আপ্লুত হয়।

আরও পড়ুন ::

Back to top button