বিচিত্রতা

উল্টো বাড়ির ভেতরে সবকিছুই উল্টাপাল্টা! (ভিডিও সংযুক্ত)

উল্টো বাড়ির ভেতরে সবকিছুই উল্টাপাল্টা! (ভিডিও সংযুক্ত)

তাইওয়ানের একটি চকচকে বাড়ি দেখতে এখন উপচে পড়ছে ভিড়। সাধারণ একটা তিন তলা বাড়ি। আর পাঁচটা সুসজ্জিত বাড়ির মতোই বেডরুম থেকে ডাইনিং রুম, ওয়াশ রুম- সবই পরিপাটি করে সাজানো গোছানো। তাহলে এত ভিড় কেন হচ্ছে?

উল্টো বাড়ির ভেতরে সবকিছুই উল্টাপাল্টা! (ভিডিও সংযুক্ত)

আসলে সাধারণ এই বাড়িটি একটি কারণে হয়ে উঠছে অসাধারণ, অদ্ভুত। পুরো বাড়িটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ উল্টো করে। একেবারে উল্টোপুরাণ! বাইরে থেকে দেখে মনে হবে যেন একটা বাড়ির কাঠামোকে উল্টো করে রেখে দেয়া হয়েছে। তবে আরো বেশি তাক লাগবে বাড়ির ভেতরে ঢুকলে।

উল্টো বাড়ির ভেতরে সবকিছুই উল্টাপাল্টা! (ভিডিও সংযুক্ত)

বেডরুমের বিছানা থেকে ওয়াশরুমের কমোড, ফায়ারপ্লেস- সবই ফিট করা রয়েছে বাড়ির সিলিংয়ে। কিন্তু সবই উল্টো করে তৈরি। ড্রয়িংরুমের শোফাসেটটিও যেমন দেখে মনে হবে উপর থেকে ঝুলছে, তেমনি খাবারের টেবিল, চেয়ার সবকিছুই একই রকম। বাড়ির ভেতর ঢুকলে মনে হবে, আপনিই নিজেই হয়তো উল্টোভাবে দাঁড়িয়ে রয়েছেন।

উল্টো বাড়ির ভেতরে সবকিছুই উল্টাপাল্টা! (ভিডিও সংযুক্ত)

তাইওয়ানের হুয়াশান ক্রিয়েটিভ পার্কে প্রদর্শনীর জন্য দুই মাস ধরে এই বাড়িটি তৈরি করা হয়েছে। ৩ হাজার ২৩০ বর্গফিট মেঝেজুড়ে তৈরি প্যাস্টেল পেইন্টের এই বাড়ি দেখতেই এখন উপচে পড়ছে ভিড়।

উল্টো বাড়ির ভেতরে সবকিছুই উল্টাপাল্টা! (ভিডিও সংযুক্ত)

বাড়িটি বাইরে থেকে দেখলে দেখা যাচ্ছে, একটি গাড়িও সেট করা রয়েছে বাড়ির গ্যারেজের সিলিংয়ে। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ২২ জুলাই পর্যন্ত বাড়িটি রাখা থাকবে ওই ক্রিয়েটিভ পার্কে। দেখার জন্য এর আগেই একবার ঘুরে আসত পারেন তাইওয়ান!

আরও পড়ুন ::

Back to top button