বীরভূম

বীরভূম এবং বর্ধমানের তার হাতে থাকা ১৪টি আসন থাকবে ‘বিরোধীশূন্য : অনুব্রত

বীরভূম এবং বর্ধমানের তার হাতে থাকা ১৪টি আসন থাকবে ‘বিরোধীশূন্য : অনুব্রত

 

ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে বীরভূমকে ‘বিরোধীশূন্য’ করার অঙ্গীকার করেছিলেন, তা করেও দেখিয়েছিলেন। তবে লোকসভা ভোটে কথা রাখতে পারেননি তিনি তবে এবার বিধানসভা ভোটে বীরভূমের সব ক’টি আসন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন বলে কথা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন ভিডিয়ো-বৈঠকে দলনেত্রীকে অভয় দিয়ে অনুব্রত জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা ভোটে তাঁর দায়িত্বে থাকা বীরভূম ও বোলপুর লোকসভা

আরও পড়ুন : একধাক্কায় ২০ গুণ বংশবৃদ্ধি করে পঙ্গপাল, চালায় ধ্বংসলীলা!

আসনের অন্তর্গত (বীরভূম জেলার ১১ এবং বর্ধমান জেলার তিন) ১৪টি আসনের একটিও বিরোধীরা পাবেন না। সব ক’টিই দিদির হাতে তুলে দেবেন তিনি।

কিন্তু কিভাবে এই কঠিন কাজটি করে দেখাবেন তিনি? আর কিভাবেই বা দলনেত্রীকে এতবড় আশ্বাস দিলেন তিনি? অনুব্রত অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি এখন কিছু বলব না।’’

সুত্র: বিশ্ব বার্তা

আরও পড়ুন ::

Back to top button