Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

দুলকি চালে পালকি নিয়ে অভিনব প্রতিবাদে পথে তৃণমূল

দুলকি চালে পালকি নিয়ে অভিনব প্রতিবাদে পথে তৃণমূলস্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝিরিঝিরি বৃষ্টি মাথায় পালকি নিয়ে চলেছেন চার বাহক। পরণে তাঁদের ধুতি, হাফহাতা গেঞ্জি। ‘হুনহুনা হুনহুনা’র পরিবর্তে মুখে তাঁদের প্রতিবাদের স্লোগান। গলায় ঝোলানো পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ-পোস্টার।

সোমবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পথচলতি লোকজন এমন পালকি দেখে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন। পালকির পিছনে দীর্ঘ মিছিল দেখে অবশ্য ভুল ভাঙল। পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস সহ অত্যাবশ্যকীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে পালকি, গরুরগাড়ি, রিক্সা ও সাইকেল নিয়ে প্রতিবাদ-মিছিল করল শহর তৃণমূল কংগ্রেস।

দুলকি চালে পালকি নিয়ে অভিনব প্রতিবাদে পথে তৃণমূল

এই অভিনব মিছিলের পরিকল্পনায় ছিলেন ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়। তবে পায়ে চোট থাকার দরুণ প্রশান্তবাবু মিছিলের পুরোটা হাঁটতে পারেননি। মিছিলে ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রামের প্রাক্তন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা, শহর যুব তৃণমূলের সম্পাদক উজ্জ্বল পাত্র সহ তৃণমূলের বহুবনেতা-নেত্রী ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন : ডিআই অফিসে পেনসন বিভাগ নেই, হয়রানি মুক্তির আর্জি তৃণমূল শিক্ষক সমিতির

মিছিলের পরে ডিএম অফিসের বাইরে এক পথসভায় কেন্দ্র সরকারের সমালোচনা করেন তৃণমূলের নেতা-নেত্রীরা। পরে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

আরও পড়ুন ::

Back to top button