ঝাড়গ্রাম

নেতার নিগ্রহে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আদিবাসী কুড়মি সমাজের মিছিল ঝাড়গ্রামে

নেতার নিগ্রহে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আদিবাসী কুড়মি সমাজের মিছিল ঝাড়গ্রামে

 

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: সংগঠনের নেতার নিগ্রহের ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ঝাড়গ্রাম শহরে বিশাল মিছিল করল আদিবাসী কুড়মি সমাজ। গত শুক্রবার পুরুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় আদিবাসী কুড়মি সমাজের মূলমান্তা (মুখ্য উপদেষ্টা) অজিত প্রসাদ মাহাতোর উপর হামলার

ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন জঙ্গলমহলের বিভিন্ন জেলায় মিছিল হয়। ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে। আদিবাসী কুড়মি সমাজের মিছিলে এদিন ভাল সংখ্যায় জমায়েত হয়েছিল।

আরও পড়ুন : ১২০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের এই দিনমজুর

নেতার নিগ্রহে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আদিবাসী কুড়মি সমাজের মিছিল ঝাড়গ্রামে

 

আজিতবাবু বলেন, “কুড়মিদের দাবি নিয়ে আন্দোলন ভাঙার জন্যই আমার উপর হামলা হয়েছে।” সংগঠনটি কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে চলেছে।

আরও পড়ুন ::

Back to top button