রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোন, কলকাতায় কন্টেইনমেন্ট জোন বেড়ে হল ৩৩ !
ওয়েবডেস্ক :: কলকাতা, ৯ জুলাই অর্থাত্ আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই দিন বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়ে যাচ্ছে। একই সঙ্গে করোনা রুখতে বাড়িয়ে দেওয়া হল কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও।
কলকাতায় কন্টেইনমেন্ট জোন ছিল ১৮টি। বাড়িয়ে ৩৩টি করা হচ্ছে। উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ২১৯। দক্ষিণ ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ১৫৩। হাওড়ায় ১৪৬টি কন্টেইমেন্ট জোন ও হুগলিতে ২৭টি কন্টেইনমেন্ট জোন।
বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধিও। বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে।
আরও পড়ুন : সারা রাজ্যের কনটেনমেন্ট জোনে লকডাউন, সিদ্ধান্ত নবান্নের !
কন্টেইনমেন্ট জোনগুলিতে সম্পূর্ণ লকডাউন চলবে। সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সবরকম যান চলাচল।
শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। কোনওরকম জমায়েত করা যাবে না। কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না।
সুত্র: News18