ঝাড়গ্রাম

বাইক-সিলিন্ডারের প্রতীকী ‘শ্মশানযাত্রা’য় কেন্দ্রের বিরুদ্ধে সরব যুব তৃণমূল

বাইক-সিলিন্ডারের প্রতীকী ‘শ্মশানযাত্রা’য় কেন্দ্রের বিরুদ্ধে সরব যুব তৃণমূল

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: মোটর সাইকেল আর রান্নার গ্যাসের সিলিন্ডার বাঁশে বেঁধে কাঁধে নিয়ে প্রতিবাদ-মিছিল করলেন যুব তৃণমূলের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের ১৬ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই আজব দৃশ্য!

পেট্রল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই লাগাতার আন্দোলন করে চলেছে রাজ্যর শাসকদল তৃণমূল। তবে এভাবে বাইক ও সিলিন্ডারের প্রতীকী শ্মশানযাত্রা এর আগে কখনও দেখা যায়নি। ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতো বলেন, ‘‘কেন্দ্র যে-হারে পেট্রল-ডিজেল-এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে চলেছে, তাতে অনেকেই আগামী দিনে বাইকে চড়তে পারবেন কি-না সন্দেহ।

আরও পড়ুন : উন্নয়ন যাত্রায় এক আকাশে ‘চাঁদ-সূর্য’ তৃণমূলের নেতা-বিধায়ক

নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির অনেকে এখন গ্যাসের পরিবর্তে কাঠের জ্বালে রান্না করছেন। কেন্দ্র এভাবে দাম বাড়ানোয় জঙ্গলমহলের সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়েছেন।’’ অজিত জানালেন, প্রতিবাদস্বরূপ তাঁরা বাইক ও সিলিন্ডারের প্রতীকী শ্মশানযাত্রা করেছেন। এদিন ১৬ নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত ওই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন অজিত, ১৬ নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের সভাপতি শক্তিপদ গরাই, ওয়ার্ড-সম্পাদক পলাশ গরাই, শহর তৃণমূলের নেতা রিংকা মুখার্জী, টোটো ইউনিয়নের নেতা কার্তিক আঢ্য, তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য অজয় সেন সহ অনেকে।

আরও পড়ুন ::

Back to top button