Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

২৪ ঘন্টা ধরে জ্বলছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ

২৪ ঘন্টা ধরে জ্বলছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ

 

ওয়েবডেস্ক : ২৪ ঘন্টা কেটে গেলেও যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরীতে ইউএসএস বনোহোম রিচার্ডে বিস্ফোরণের পর ঘটা অগ্নিকাণ্ড এখনও নিয়ন্ত্রণে আসেনি।

রোববার (১৩ জুলাই) ওই রণতরীতে আগুন ধরে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৩ জন আহত হয়েছেন। এর আগে তাৎক্ষণিকভাবে ১৮ জনের আহত হওয়ার তথ্য দিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন : ৯৯ শতাংশ ক্ষতিগ্রস্ত আমফানের টাকা পেয়েছেন, তাও কেউ কেউ ডার্টি পলিটিক্স করছে : মমতা

ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা থাকলেও মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, সান ডিয়াগো শিপইয়ার্ডে ছোটখাটো রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাখা একটি ছোট জাহাজে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ইউএসএস বনোহোম রিচার্ডে। আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত আরও ৬১ হাজারের বেশি

আরও পড়ুন ::

Back to top button