প্রযুক্তি

দক্ষিণ কোরিয়ায় টিকটককে জরিমানা

দক্ষিণ কোরিয়ায় টিকটককে জরিমানা

 

ওয়েবডেস্ক : শিশুদের ডেটার অপব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ায় জরিমানা করা হয়েছে টিকটককে।

কোরিয়া কমিউনিকেশনস কমিশন জানিয়েছ, শিশুদের প্রাইভেসি রক্ষায় ব্যর্থ হওয়ায় চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানকে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় সেই অক্টোবরে। অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ১৪ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ করে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করেছে।

২০১৭ সালের মে থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৬ হাজারের বেশি ডেটা সংগ্রহ করেছে টিকটক।

আরও পড়ুন : খাবারের মাধ্যমে কি করোনাভাইরাস সংক্রমিত হয়?

টিকটক এর আগেও একাধিক দেশে জরিমানা দিয়েছে। ভারতসহ বেশ কয়েকটি দেশে অ্যাপটি নিষিদ্ধ।

শিশুদের তথ্য বেহাত করার ঘটনায় টিকটক বড় অঙ্কের জরিমানা দেয় যুক্তরাষ্ট্রে। গত বছর প্রতিষ্ঠানটিকে ৫৭ লাখ ডলার জরিমানা করা হয়।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের এই অ্যাপটির বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের অভিযোগও আছে অনেক দেশের।

এসব অভিযোগের পাশাপাশি টিকটক সমস্যায় আছে চীনা তকমার কারণে। আমেরিকা তাদের নিষিদ্ধের পরিকল্পনা করছে।

চীন এই কোম্পানির মাধ্যমে গোয়েন্দাগিরি করতে পারে বলে ট্রাম্প প্রশাসনের শঙ্কা। টিকটক অবশ্য সব সময় দাবি করেছে, তারা ব্যবহারকারীদের কোনো ধরনের তথ্য সরকারকে সরবরাহ করে না।

আরও পড়ুন : ২৪ ঘণ্টা ওয়াইফাই-এর কবলে থাকলে কী হবে? জেনে নিন

চীনা তকমা ঘোচাতে টিকটক তোড়জোড় শুরু করে গত বছরের শেষ দিকে। ওই সময় সিঙ্গাপুর, লন্ডন এবং ডাবলিনের মতো শহরে তাদের অফিস খোঁজার কথা শোনা যায়।

আরও পড়ুন ::

Back to top button