ঝাড়গ্রাম

করোনা ও মশাবাহিত রোগ ঠেকাতে মাস্ক ও মশারি বিলি করল গোপীবল্লভপুর থানার পুলিশ

করোনা ও মশাবাহিত রোগ ঠেকাতে মাস্ক ও মশারি বিলি করল গোপীবল্লভপুর থানার পুলিশ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনা ও মশাবাহিতরোগ সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করল পুলিশ। বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার উদ্যোগে ২ নম্বর অঞ্চলের প্রতাপকুন্দিয়া গ্রামে এক সচেতনতা শিবির হয়। সেখানে থানার পুলিশ কর্মীরা করোনা, ম্যালেরিয়া ও ডেঙ্গু সম্পর্কে বাসিন্দাদের সচেতন করেন।

গ্রামাঞ্চলের অনেকেই মশারি টাঙিয়ে ঘুমোতে চান না। অনেক পরিবারের আবার মশারিও নেই। বিষয়টি অনুধাবন করে এদিন ৫০ জন গ্রামবাসীকে মশারি ও মাস্ক বিলি করা হয়। অতিমারি করোনাকে আটকাতে হলে মাস্কের প্রয়োজনীয়তার বিষয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। মশারি টাঙিয়ে গ্রামবাসীদের ঘুমোনোর পরামর্শ দেওয়া হয়। প্রতিবার হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে তবে খাবার খাওয়া ও আনুসঙ্গিক কাজকর্ম করতে অনুরোধ করা হয় গ্রামবাসীদের।

করোনা ও মশাবাহিত রোগ ঠেকাতে মাস্ক ও মশারি বিলি করল গোপীবল্লভপুর থানার পুলিশ

আরও পড়ুন : ঝাড়গ্রাম পুরসভার সবুজের অভিযান

পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশ কর্মীরা বাসিন্দাদের পাশে সর্বদা রয়েছেন। কারও কোনও রকম অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের নিরন্তর যোগাযোগ রয়েছে। পুলিশও এলাকার বাসিন্দাদের বিষয়ে সচেতন রয়েছে বলে জানালেন এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুন ::

Back to top button