Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ইমরানের কারণেই পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে: খাজা আসিফ

ইমরানের কারণেই পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে: খাজা আসিফ

সম্প্রতি কূটনীতিক ব্যর্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের আইনসভা ও পাকিস্তান মুসলিম লীগ-নুন (পিএমএল-এন)-এর সদস্য খাজা আসিফ। তিনি অভিযোগ তুলেন, পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে এক ইমরানের কারণে।

পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে দেওয়া ১৪ মিনিটের বক্তব্যে আসিফ খাজা বলেন, আমরা বাস্তবতার মুখোমুখি। বৈদেশিক নীতি বা স্বাস্থ্য, কিংবা অর্থনীতি; সবকিছুই ব্যর্থ হচ্ছে বা ভেঙে পড়ছে। আর আপনি (ইমরান খান) আমাদের খুশি করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে পানি চলে গেছে।

আরও পড়ুন : ভারত ও চিন দু’দেশের মানুষকেই ভালবাসি, শান্তিরক্ষার জন্য যথাসাধ্য করব : ট্রাম্প

খাজা আসিফ জোর দিয়ে বলেন, ইমরান খানের কারণে পাকিস্তানের যে ধ্বংস হয়েছিল, তা কেবল তখনই পাল্টে যেতে পারে, যদি আমরা তার থেকে মুক্তি পাই। যতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, ততক্ষণ সবকিছু ভেঙে পড়তে থাকবে।

নিহত সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে আখ্যা দেওয়ার জন্যও ইমরান খানকে তুলোধুনা করেন তিনি। খাজা আসিফ বলেন, তিনি (লাদেন) আমাদের দেশে সন্ত্রাস নিয়ে এসেছে। লাদেন ছিল সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী। আমার দেশকে ধ্বংস করেছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে শহীদ বলছেন। ওসামা বিন লাদেনকে জিয়া-উল-হক (পাকিস্তানের সামরিক একনায়ক) পাকিস্তানে নিয়ে এসেছিলেন। আর ইমরান তাকে ‘শাহিদ’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি পারভেজ মোশাররফ ইমরানের গডফাদার ছিলেন।

আরও পড়ুন ::

Back to top button