ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলা সভাধিপতির ভরসা সরকারি হাসপাতালে

ঝাড়গ্রাম জেলা সভাধিপতির ভরসা সরকারি হাসপাতালে

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: সরকারি হাসপাতালে ভরসা রাখলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। ক্যাবিনেট মন্ত্রীর পদ মর্যাদার সমতুল হলেন সভাধিপতি। অথচ তিনি তাঁর স্বামীর চিকিৎসা করিয়েছেন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

অস্ত্রোপচারের পরে হাসপাতালের জেনারেল মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি আছেন মাধবীদেবীর স্বামী আশিস বিশ্বাস। মাধবীদেবী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদেও আছেন। এমন ঘটনায় অবাক হয়ে গিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বেশ কিছুদিন ধরে হার্নিয়ার সমস্যায় কষ্ট পাচ্ছিলেন ৫২ বছরের আশিসবাবু।

আরও পড়ুন : ওয়েস্টবেঙ্গল নিউজ ২৪’-এ খবরের জের, মাধ্যমিকে ৬০০ পাওয়া ঝাড়গ্রামের অভাবী-মেধাবীর পাশে বাম ছাত্র ও যুব সংগঠন

সরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসক দেখিয়েছিলেন তিনি। হাসপাতালের সার্জেন ডা. সুব্রত হাজরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। সবাই ভেবেছিলেন বড় কোনও বেসরকারি হাসপাতালে আশিসবাবুর অস্ত্রোপচার করানো হবে। কিন্তু মাধবীদেবী ভরসা রেখেছেন সরকারি হাসপাতালে। গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আশিসবাবুর সফল অস্ত্রোপচার করেন হাসপাতালের সার্জেন ডা. সুব্রত হাজরা।

অস্ত্রোপচারের পরে হাসপাতালের মেল সাজিক্যাল ওয়ার্ডে আশিসবাবুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাধবীদেবী বলেন, ‘‘আমার পরিবার খুবই সাধারণ। গ্রামে বড় হয়েছি। গ্রামেই আমার বাড়ি। রোগজ্বালা হলে চিরকাল সরকারি হাসপাতালেই দেখিয়েছি। তাই যেমন ছিলাম তেমনই আছি।’’ মাধবীদেবী আরও বলেন, ‘‘আমি জনপ্রতিনিধি হয়ে যদি বেসরকারি হাসপাতালে যাই, তাহলে এলাকার মানুষ কী ভাববেন।

আরও পড়ুন : রাজ্যে রাষ্ট্রপতি শাসন নয়, সাধারণ মানুষই সরকার বিসর্জন দিক: দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম হাসপাতালের পরিষেবা খুবই ভাল। আমি সন্তুষ্ট।’’ সভাধিপতির আপ্ত সহায়ক পরিতোষ জানা বলেন, ‘‘সভাধিপতি ম্যাডাম অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। উনি প্রকৃতই জনগণের প্রতিনিধি!’’

আরও পড়ুন ::

Back to top button