আন্তর্জাতিক

লকডাউন ভেঙে ৩২ কিলোমিটার গেলেন বাটার চিকেন জন্য

লকডাউন ভেঙে ৩২ কিলোমিটার গেলেন বাটার চিকেন জন্য

 

ওয়েবডেস্ক : বাটার চিকেনের জন্য কতদূর যেতে পারে মানুষ। উত্তরটা হল, অন্তত ৩২ কিলোমিটার। হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি অস্ট্রেলিয়ার এক ব্যক্তি এই ভারতীয় খানার জন্য মেলবোর্নের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে গিয়েছেন উইবেরি অঞ্চলে। শুধু সাধের বাটার চিকেনটুকু খাবেন বলে পেরোতে হয়েছে ৩২ কিলোমিটার।

[ আরও পড়ুন : ফিলিস্তিনের নাম ম্যাপ থেকে সরিয়ে দিল গুগল! ]

এখানেই শেষ নয়, এই বাটারচিকেনের জন্য তিনি কড়া মাশুলও গুনেছেন কারণ মেলবোর্নে বৃহস্পতিবার থেকেই কড়া লক়ডাউন জারি হয়েছে করোনায় রাশ টানতে। ওই ব্যক্তি লকডাউন উপেক্ষা করে পুলিশের কাছে ধরা পড়ে ১৬৫২ ডলার ফাইনও দেন।

অস্ট্রেলিয় পুলিশর মতে, ছুটির দিনে মেলবোর্নের বাসিন্দাদের আটকাতে নাভিশ্বাস উঠেছে। অন্তত ৭৪ জনের থেকে ফাইন বাবদ টাকা নেওয়া হয়েছে। ‌

অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১১ হাজার ৮০০ মানুষ। কিন্তু যেহেতু ভিক্টোরিয়া উপত্যকায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে সেই কারণেই কড়া লকডাউনের পথে হেঁটেছে প্রশাসন।

[ আরও পড়ুন : রুশ হ্যাকাররা কোভিড-১৯ টিকার ‘গবেষণা তথ্য চুরির চেষ্টা করছে’ ]

 

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button