Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

‘প্রথমে বাড়বে তারপর কমবে করোনা ভাইরাসের প্রকোপ : ডোনাল্ড ট্রাম্প

'প্রথমে বাড়বে তারপর কমবে করোনা ভাইরাসের প্রকোপ : ডোনাল্ড ট্রাম্প

ওয়েবডেস্ক : কয়েক দিন আগে তিনি বলেছিলেন, মানুষের শরীরে অতিবেগুনী রশ্মি ইঞ্জেক্ট করে করোনা দূর করা যায় কি না তা নিয়ে তাঁর সরকার ভাবছে। এবার ডোনাল্ড ট্রাম্পের বার্তা করোনা ভাইরাস ঘিরে পরিস্থিতি যতক্ষণ না প্রচণ্ড খারাপ হচ্ছে, ততক্ষণ তা কমবে না।

আমেরিকায় এই মুহূর্তে করোনা পার্টির রমরমা। কিছুতেই এই পার্টিকে রুখতে পারছে না প্রশাসন। অন্যদিকে, মাস্ক সহ একাধিক নিরাপদ জিনিস ব্যবহারেও পদক্ষেপ নিতে পারছে না সরকার। এমন অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে , মার্কিন মুলুকে প্রথমে করোনা ভাইরাস ভয়াবহ আকার নেবে, তা বাড়বে, পরে তা কমতে শুরু করবে।

[ আরও পড়ুন : শর্ত না মেনে লাদাখে ৪০ হাজার সেনা মোতায়েন করছে চিন ]

উল্লেখ্য, নভেম্বর মাসেই মার্কি ন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে করোনার জেরে আমেরিকা লকডাউনের মধ্যেই থাকবে নাকি, তা থেকে ধাপে ধাপে বেরিয়ে আসবে, সেই সম্পর্কে দ্বিধায় ছিল ট্রাম্প সরকার।

অন্যদিকে, মহামারী ঘিরে চিনের পদক্ষেপও স্বস্তিতে রাখেনি ট্রাম্পকে। আবার করোনা দমনে তাঁর সরকারের ব্যর্থতাও ট্রাম্পকে চিন্তায় রেখেছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নয়া বয়ানো তোলপাড় শুরু হয়েছে।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button