ঝাড়গ্রাম

করোনাজয়ীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন প্রাক্তন পুর-কাউন্সিলর

করোনাজয়ীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন প্রাক্তন পুর-কাউন্সিলর

 

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনা যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন উত্তম দাস। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা উত্তম বুধবার বিকেলে করোনা হাসপাতাল থেকে ছুটি পেলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, উত্তম এখন সম্পূর্ণ সুস্থ।

উত্তম বিভিন্ন দোকানে জিনিসপত্র সরবরাহের কাজ করেন। কাজের সূত্রে তাঁকে কলকাতায় যেতে হতো। গত ১২ জুলাই গভীর রাতে অসুস্থ হয়ে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় ১৪ জুলাই তাঁকে করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঝাড়গ্রাম জেলা করোনা হাসপাতালের তিনিই ছিলেন প্রথম রোগী। সুস্থ হওয়ার পরে বুধবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হল।

এদিন হাসপাতাল চত্বরে উত্তমকে স্বাগত জানাতে হাজির ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়। অ্যাম্বুল্যান্সে উত্তমকে বাড়ি ফেরানো হয়। অ্যাম্বুল্যান্সের আগে পিছে মোটর বাইকে ছিলেন তৃণমূলের কর্মীরা।

[ আরও পড়ুন : প্লাস্টিক বর্জ্য থেকে আসবাব তৈরির পদ্ধতি আবিষ্কার, ইউনেসকো-র পুরস্কার পেলেন ঝাড়গ্রামের ভূমিপুত্র বিজ্ঞানী ]

দলীয় পতাকা নিয়ে বাইকের শোভাযাত্রা করে ওই উত্তমকে বাড়িতে পৌঁছে দেন প্রশান্তবাবু সহ তৃণমূল কর্মীরা। বাড়িতে ঢোকার আগে উত্তমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে প্রশান্তবাবু বলেন, ‘‘করোনাকে জয় করে উনি সুস্থ হয়ে ফিরেছেন।

করোনাজয়ীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন প্রাক্তন পুর-কাউন্সিলর

উনিই জেলা করোনা হাসপাতালের প্রথম রোগী ছিলেন। উত্তমবাবুর পরিবারের পাশে আমরা রয়েছি। কোনও সমস্যা হলে জানাতে বলেছি।’’ এদিন উত্তমের পরিবারের হাতে চাল, ডাল, আলু, সর্ষের তেল সহ নানা খাদ্যসামগ্রীও তুলে দেন প্রশান্তবাবু। মাইক-প্রচার করে এলাকাবাসীকে আশ্বস্ত করেন শহর তৃণমূলের কর্মীরা।

[ আরও পড়ুন : রাহুল সিনহাকে পেলেই একদিকের চুল কামিয়ে দেবো : অনুব্রত মন্ডল ]

 

আরও পড়ুন ::

Back to top button